দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত গাড়িতে আচমকাই লাগল আগুন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah)-কলকাতাগামী রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকল ও ট্রাফিক গার্ডের পুলিশ। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এদিকে ঘটনার পর অগ্নিদ্বগ্ধ গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। কী কারণে গাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

আগুন দেখে গাড়ি থেকে নেমে পড়ে চালক

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যে ৭টা নাগাদ একটি প্রাইভেট গাড়ি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়িতে সেই সময় চালক ছাড়া আর কেউ ছিল না। তবে মাধপথে গাড়িতে আগুন ধরে যায়। আগুন দেখেই গাড়ি থেকে মেমে পড়ে চালক। ততক্ষণে আগুন ধরে গেছে গাড়ির একাংশে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যাচ্ছে, গাড়িটি ভবানী ভবনের কোনও আধিকারিক ভাড়া নিয়েছিলেন।

দেখুন ভিডিয়ো

আগুন দেখে গাড়ি থেকে নেমে পড়ে চালক

প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের দাবি, শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও বিষয়টি খতিয়ে দেখলে আগুন লাগার আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল আধিকারিক। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।