শীতের মরসুমে পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিংয়ে। তবে এই পাহাড়ে ঘুরতে এসেই চরম পরিণতি হল দমদমের অশোকনগর বাসিন্দা অঙ্কিতা ঘোষের। জানা যাচ্ছে, সম্প্রতি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। মঙ্গলবার সান্দাকফু (Sandakphu) থেকে ফিরে টুমলিংয়ের একটি হোমস্টে-তে ছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। এমনকী বাথরুমের মধ্যে পড়েও গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সেখান থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যদিও ওই যুবতীর ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, সম্প্রতি বছর ২৮-এর ওই তরুণী বন্ধুদের সাথে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। প্রথমে তাঁরা সান্দাকফু যান। মঙ্গলবার রাতে টুমলিংয়ে ফিরে আসার পর খাওয়াদাওয়া করেন। তারপরেই মধ্যরাতে আচমকা অসুস্থতাবোধ করেন। এরপর তড়িঘড়ি তাঁকে খিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।