আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ারের ফোর্থ ব্যাটেলিয়ান ব্যারাকে সিবিআইয়ের টিম। জানা যাচ্ছে, সল্টলেকে অবস্থিত এই ব্যারাকে কাজের মাঝে হামেশাই তিনি যেতেন। মূলত এখানে বিশ্রাম করতেই আসতেন। ঘটনার পরেও তিনি এখানে এসেছিলেন। এই ব্যারাক থেকে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তাই শনিবার তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল আসে। বেশকিছু নথিপত্র সংগ্রহ করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত সহকর্মীদের সঙ্গেও কথাবার্তা বলেন সিবিআইয়ের সদস্যরা। ধৃত সিভিক ভলেন্টিয়ার যখন আরজি কর থেকে এই ব্যারাকে ফেরেন তখন তাঁরই এক সহকর্মী ঘটনাটি জানিয়েছিলেন। তখনও ওই সহকর্মী জানতেন না যে একেই অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, এই ব্যারাকেই জেরা করে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তারপরেও এখনও সেভাবে কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার ধৃত ব্যক্তিকে নিয়ে আরজি করে যান সিবিআইয়ের টিম। সেখানে ঘটনার পুনর্নিমাণ করা হয়ছিল। অন্যদিকে আরেকটি টিম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছিল। রাত পর্যন্ত জেরা করে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়ছিল। আজও তাঁকে জেরা করা হচ্ছে। তবে গতকালে বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছিল সিবিআই আধিকারিকরা।
West Bengal: A CBI team arrives at the Kolkata Police's 4th Battalion Barrack in Salt Lake, where accused civic volunteer Sanjay Roy used to stay. He was arrested there on August 9 for his alleged involvement in the rape and murder of a trainee doctor. CBI officers are seeking… pic.twitter.com/w7ffpYAfyJ
— IANS (@ians_india) August 17, 2024