রাতের অন্ধকারে কাটোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ (Katwa Bomb Blast)। ঘটনায় মৃত এক, আহত এক এবং পলাতক দু’জন। ঘটনাটি ঘটেছে ১ নম্বর ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামে। মৃত ব্যক্তি বাঁকুড়ার নানুড় এলাকার কুখ্যাত দুষ্কৃতি। সে আবার বোমা বাঁধার পারদর্শী ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। তাঁরা ঘটনা্স্থল খতিয়ে দেখে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা কাটোয়ায় বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল একদল দুষ্কৃতির। কারণ আহত ব্যক্তি তুফান চৌধুরি একজন দাগী আসামী। দিনদশেক আগে একটি ছিনতাইয়ের ঘটনায় ছাড়া পায় সে। তারপরে আবারও অসামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে ফেলে সে।
এলাকাবাসীরাই পুলিশে খবর দেয়
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ৯টার দিকে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে অনেকে মনে করছিল বজ্রপাতের কারণে এমন আওয়াজ হয়েছে, আবার অনেকে ভাবছিল সিলিন্ডার ফেঁটে দুর্ঘটনা ঘটে। কিন্তু তাঁরা বাইরে বেরিয়ে দেখে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে রয়েছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এরমধ্যেই দু’জন আহত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে জানতে পারে বোমা বিস্ফোরণের জেরে ঘটনাটি ঘটেছে।
বালিঘাট দখলের চেষ্টা
তদন্ত করে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি বরকত শেখ, বাড়ি বীরভূমের নানুর জেলায়। সম্প্রতি তুফানের ডাকে সে কাটোয়ায় আসে। পলাতকদের মধ্যে একজন ইব্রাহিম শেখ ছিল বলে ধারনা পুলিশের। এই ইব্রাহিম ও তুফান একসঙ্গে অপরাধমূলক কাজ করত। কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, আজয় নদের বালিঘাট দখলের পরিকল্পনা ছিল দুষ্কৃতিদের। আর সেই কারণে হামলা করে আতঙ্ক ছড়িয়ে সেই এলাকায় থেকে শাসকদলের ক্ষমতাসীন গোষ্ঠীকে হটাতে চাইছে এই দুষ্কৃতিদল।