তপন, ৮ নভেম্বর: দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু, দুই মহিলা। তপনের (Tapan) জামালপুর এলাকার ঘটনা। আজ সকালে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পরে পুলিশ গিয়ে ৫টি মৃতদেহ উদ্ধার করে। জমি-বিবাদে প্রতিবেশীদের হাতে খুন বলে দাবি পরিবারের।
এবিপি আনন্দর খরর অনুযায়ী, নিহতদের নাম মধ্যে উলু বর্মন, ছেলে-বৌমা অনু ও মল্লিকা এবং ওই দম্পতির দুই ৮ ও ১১ বছরের দুই মেয়ে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল। তার জেরেই খুন বলে অভিযোগ। আজ সকালে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পরে পুলিশ গিয়ে ৫টি মৃতদেহ উদ্ধার করে। আরও পড়ুন: COVID-19 Cases in India: দেশে করোনার গণ্ডি ছাড়াল ৮৫ লাখ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫,৬৭৪ জন
কী কারণে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।