Facebook (Photo Credits: ANI)

কলকাতা, ২৮ জুন:  গুগল, অ্যামাজনের চাকরি ছেড়ে যোগ দিচ্ছেন ফেসবুকে (Facebook)। ১.৮ কোটির প্যাকেজ নিয়ে ফেসবুকে যোগ দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) ছাত্র বিশাখ মণ্ডল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাখ মণ্ডল গুগল এবং অ্যামাজন থেকে পরপর প্রস্তব পান। তবে সেসব প্রস্তাব তিনিফিরিয়ে দেন। এরপরই ফেসবুক থেকে চাকরির প্রস্তাব পান বিশাখ। যেখানে তাঁকে ১.৮ কোটির প্যাকেজে যোগ দেওয়ার কথা বলা হয়। ফেসবুক থেকে প্রস্তাব পাওয়ার পরপরই তাতে সম্মতি জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র।

বিশাখ জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি ফেসবুকের চাকরিতে যোগ দেবেন। লন্ডনে ফেসবুকের অফিসে যোগ দেবেন তিনি। তবে ফেসবুকে চাকরি পাওয়ার আগে গুগল এবং অ্যামাজন থেকে পরপর থেকে চাকরির প্রস্তাব পেয়েও তা ছেড়ে দেন বিশাখ।

আরও পড়ুন:  Sonia Gandhi's Personal Secretary Booked: সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে কলকাতার যুবক জানান, কোভিডের সময় তিনি বিভিন্ন ধরনের কোর্স করেছেন। যা তাঁকে একের  পর এক উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত করেছে।