রাজ্যে ক্রমশই বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। মালদা, মুর্শিদাবাদ, বনগাঁ, নদিয়া (Nadia), বারাসত সহ একাধিক জায়গা থেকে গ্রেফতার হচ্ছে বাংলাদেশিরা। এবার নদিয়া থেকে গ্রেফতার হল ৩ বাংলাদেশি। জানা যাচ্ছে হাঁসখালি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে তাঁদের। এই তিনজন ছাড়াও একজন ভারতীয় দালাল রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে আটক হওয়ার পর বিকেলের দিকে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়। আটক হওয়া ভারতীয় হাঁসখালি থানার রামনগরের খিদিরপুর এলাকার বাসিন্দা।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরিচয়
পুলিশসূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের মধ্যে একজন মহিলা রয়েছেন। যার নাম তানিয়া আখতার, বাংলাদেশের ঘনীগলার বাসিন্দা। অপর দুজন অভি মিঞা, দক্ষিণ মনোহরপুরের বাসিন্দা এবং সুজ্জ্বল মিঞা, আক্তারইল্লা এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে হাঁসখালি থানার পুলিশ তিন বাংলাদেশি সহ মোট চারজনকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। যদিও কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক
সম্প্রতি ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। ওপার বাংলার কিছু মৌলবাদী দল এদেশে হামলা বিশেষ করে বাংলা দখলের হুশিয়ারি দিয়েছে। তারপর থেকেই এদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েছে। এমনকী তাঁরা যে জোর করে এদেশে ঢুকবেই তার স্পষ্ট ইঙ্গিতও মিলেছে। সম্প্রতি মালদা, মুর্শিদাবাদের একাধিক সীমান্ত এলাকা, যেখানে কাঁটাতার দেওয়া নেই সেই এলাকাগুলিতে সুরক্ষিত রাখতে গিয়ে হামলার মুখে পড়ছে বিএসএফ জওয়ানরা।