Corona Situation (Photo Credit: PTI)

নয়াদিল্লিঃ ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। রাজ্য (State) থেকে দেশ (India) প্রায় সর্বত্র মিলছে করোনার হদিশ। দেশজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ২৫৭ জন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra)এক যুবকের। মহারাষ্ট্রের থানের (Thane) ছত্রপতি শিবাজি মহারাজ কালওয়া হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ৮৪ বছরের বৃদ্ধের। রাজ্যের আকাশেও কোভিডের সিঁদুরে মেঘ। বাড়ছে সংক্রমণ।

বাড়ছে কোভিড সংক্রমণ, রাজ্যে আক্রান্ত প্রসূতি

বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া রিপোর্ট অনুযায়ী, নতুন কোরে আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন। কাঁকুরগাছির এক নার্সিংহোমে প্রসূতির শরীরে মিলেছে করোনার হদিশ। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। সম্পূর্ণ সুস্থ রয়েছে সদ্যজাত। সূত্রের খবর , করোনার আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এক কিশোর। এবারের কোভিডের ভ্যারিয়েন্ট নিয়ে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে অবহেলা নয়, সঠিক সময় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা করতে বলা হচ্ছে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা। ওমিক্রন উপপ্রজাতির জেএন ডট সংক্রমণের হার অনেক বেশি।

দেশজুড়ে করোনার সিঁদুরে মেঘ, বাড়ছে মৃতের সংখ্যা, থাবা রাজ্যেও