রাজ্য তো বটেই, দেশের মধ্যেও উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আর সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল নিন্দনীয় ঘটনা। বাংলা বিভাগে স্নাতকোত্তর পরীক্ষার শতাধিক উত্তরপত্র রাতারাতি গায়েব হয়ে গেল। হাজার খুঁজেও ১২০টি উত্তরপত্র খুঁজে পাচ্ছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিক্ষকরা। জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া খাতাগুলির অধিকাংশ দক্ষিণ ২৪ পরগনার কলেজের পড়ুয়াদের। স্বাভাবিকভাবেই এই কাণ্ডের পর পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত, রেজিস্টার দেবাশিষ রায়রা।
জানা যাচ্ছে গত এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পরীক্ষা হয়। আর এই ১২০টি খাতা ৩ জন পরীক্ষকের কাছে ছিল। এদের মধ্যে একজন আবার কো-অর্ডিনেটর রেখেছিলেন। সূত্রের খবর, ওই পরীক্ষকের কাছ থেকেই সবথেকে বেশি পরিমাণে খাতা হারিয়েছে। ফলে এবার প্রশ্ন উঠছে ওই পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুদ্ধদ্বার বৈঠক চালাচ্ছে। সম্ভবত, তাঁদের বাকি উত্তরপ্রত্রের নম্বর দেখেই বিচার করা হবে। তবে অভিযুক্ত পরীক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের সার্ভিস বুকেও উল্লেখ থাকবে এই ঘটনা।