দিনকয়েক আগেই নদিয়ার হাঁসখালি (Hanskhali) থেকে জনা সাতেক অবৈধ বাংলাদেশিকে আটক করেছিল পুলিশ। সেই রেশ কাটতে না কাটতে আবারও ওই হাঁসখালি থেকে আটক করা হয় ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মঙ্গবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আটক করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথিপত্র। যদি এরা কী উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতরা ৩-৪ বছর ধরে ভারতেই রয়েছে
সূত্রের খবর, এর আগে যে ৭ জনকে আটক করা হয়েছিল, তাঁদের জেরা করেই ওই এলাকাগুলিতে তল্লাশি অভিযান আটক করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ধৃতরা সকলেই ৩-৪ বছর ধরে এদেশে বসবাস করছে। যদিও এদের ভারতে প্রবেশ করানোয় কাদের সহযোগীতা রয়েছে এবং কারা জাল নথিপত্র বানিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Hanskhali, West Bengal: 12 Bangladeshis, including women and children, were arrested. The arrests occurred between last night and this morning, following a raid based on intelligence. The individuals, who had entered India 3-4 years ago via North 24 Parganas, were caught… pic.twitter.com/IHk8v6n030
— IANS (@ians_india) May 7, 2025
প্রতিনিয়ত পাকড়াও হচ্ছে অবৈধ বাংলাদেশি
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ভারতের। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। বুধবার ধৃত বাংলাদেশিদের আদালতে তুলেছে পুলিশয