Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
10 minutes ago

Union Budget 2021| What Did Bengal Get: কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য একগুচ্ছ ঘোষণা

ভারত Sarmita Bhattacharjee | Feb 01, 2021 01:52 PM IST
A+
A-

অভূত পূর্ব পরিস্থিতিতে বাজেট তৈরি হয়েছে। যেটা সাড়া দেশ এবং বিভিন্ন রাজ্যকে পর্যুদস্ত করেছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই টাকা পয়সা হারিয়েছেন। দীর্ঘ লকডাউনের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ যোজনা। তাতে দেশের বহু পরিবার উপকৃত হয়েছেন। একটা বড় অংশের নাগরিকরা বাড়িতে বসেছিলেন। রেলওয়ে, গণপরিবহন, সেনাবাহিনী, ব্যাংককর্মীদের কাজ করতে হয়েছে। আমরা তাঁদের পরিষেবাকে মূল্য দিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।  এবং সর্ব সাধারণের হিতার্থে এই পার্লামেন্টের সদস্যরা তাঁদের একদিনের আয় দান করেছেন। ভারত সরকারের প্রথম ডিজিটাল বাজেট পেশ হতে চলেছে। ঐতিহ্যগত ভাবে কেন্দ্রীয় বাজেট সাধারণত বহিখাতার মাধ্যমে প্রকাশ্যে আসত যেটায় আর্থিক বাজেটের পুঙ্খানুপুঙ্খ হার্ডকপি হিসেবে হাতে লেখা থাকত ও অথবা কম্পিউটারে টাইপ করা থাকত।

RELATED VIDEOS