FM Nirmala Sitharaman.jpg (Photo Credit: ANI/Twitter)

এবারের বাজেটে (Budget) অমৃতসর-কলকাতা শিল্প করিডোরের অর্থাৎ বিশেষ বাণিজ্য সড়ক তৈরির ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানান, অমৃতসর-কলকাতা শিল্প করিডোরের মাধ্যমে বিহারের গয়াতে একটি শিল্প অনুমোদন করা হবে। এটি পূর্বাঞ্চলের উন্নয়নকে ত্বরানিত করবে। পাশাপাশি মোদী সরকার রাস্তা সংযোগ প্রকল্পগুলির উন্নয়নকেও সমর্থন করবে। যার মধ্যে পাটনা - পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর হাইওয়ে, বোধগয়া-রাজগীর-বৈশালী-দরভাঙা এবং বক্সারের গঙ্গা নদীর উপর ২৬.০০০ কোটি টাকায় একটি অতিরিক্ত দুই লেনের সেতু তৈরি করা হবে বলে জানান সীতারামন। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, দেশের পূর্বের রাজ্যগুলির উপর মোদী সরকারের নজর রয়েছে।

দেখুন ট্যুইট...