Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
6 hours ago

Sikh Priest Baba Ram Singh Dies: 'কৃষকদের দুর্দশা সহ্য করা যাচ্ছে না', সিঙ্ঘুতে আত্মঘাতী শিখ সন্ত

ভারত Sarmita Bhattacharjee | Dec 17, 2020 01:37 PM IST
A+
A-

কৃষকদের দুর্দশা সহ্য না করতে পেরে বুধবার বিকেলে দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনের মধ্যেই আত্মঘাতী হলেন সন্ত বাবা রাম সিং (Sant Baba Ram Singh)। তিনি শুধু একজন সন্তই ছিলেন, পেশা ছিল কৃষিকাজ। আন্দোলনের মাঝে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিকে গতকাল সুপ্রিম কোর্ট কৃষকদের এই প্রতিবাদকে জাতীয় বিষয় হিসেবে দেখার কথা বলেছে। তারপর বারবেলায় সন্ত কৃষকের আত্মঘাতী হওয়ার ঘটনা কৃষিআইন বিরোধী আন্দোলনকে অন্য মোড় দিল।

RELATED VIDEOS