Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 22, 2025
সর্বশেষ গল্প
1 hour ago

Sports Stars Who Announced Retirement in 2020: ফিরে দেখা ২০২০! মারিয়া শারাপোভা থেকে ধোনির অবসর

খেলা Sarmita Bhattacharjee | Dec 28, 2020 05:46 PM IST
A+
A-

২০২০ সালটি খেলার দুনিয়াতেও ছিল একের পর এক চমক এবং আকস্মিক ঘটনা। করোনাভাইরাস অতিমারীর কারণে একের পর এক খেলার সিজন বাতিল হয়েছে। মৃত্যু হয়েছে মারাদোনা থেকে রোসির মত বেশ কিছু দুর্দান্ত বিশ্বকাঁপানো খেলোয়াড়ের। এছাড়া ২০২০ সালটা অনেকের খেলার ভাগ্যও তাদের সঙ্গ দেয়নি। তাই ইস্তফা দিয়েছেন একাধিক খেলোয়াড়। সুরেশ রায়না এবং মাহেন্দ্র সিং ধোনি ইস্তফা দিয়েছেন খেলার দুনিয়া থেকে। একই দিনে তাঁরা অবসর ঘোষণা করেন। কারা কারা ২০২০ সালে অবসর নিয়েছেন, দেখে নিন সেই তালিকা- লিন ড্যান, ক্যারোলিনা উজনিয়াকি, শ্যেন ওয়াটসন, এলি ম্যানিং, মারিয়া শারাপোভা-সহ আরও অনেকে। মারিয়া শারাপোভা ছিলেন, ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা ফেব্রুয়ারিতে অবসর নেন, মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয় দিয়ে শুরু করেছিলেন তিনি নিজের কেরিয়ার।

RELATED VIDEOS