MS Dhoni. (Photo Credits: X)

RR vs CSK, IPL 2025: মঙ্গলবার দিল্লিতে গুরুত্বহীন ম্যাচে খেলছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দুটি দলই অনেক আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বনাম সঞ্জু স্যামসন (Sanju Samson)-দের এই ম্য়াচ নিয়ে তেমন আগ্রহ ক্রিকেপ্রেমীদের মধ্যেও নেই। গুরুত্বহীন ম্য়াচে প্রথমে ব্যাট করে সিএসকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করল ১৮৭ রান।

চেন্নাইয়ের ১৭ বছরের ওপেনার আয়ুষ মাহত্রে ২০ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেললেন। তবে ৭৮ রানে ৫ উইকেট থেকে চেন্নাইকে ভাল রানে পৌঁছে দেওয়ার বিষয়ে আসল কাজটা করলেন ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২) আর শিবম দুবে (৩২ বলে ৩৯)। আট নম্বরে নেমে ধোনি ১৭ বলে ১৬ রান করেন।

টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছক্কা হাঁকানো হয়ে গেল ধোনির

 

তবে এদিন কোটলায় একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে, এদিনে নিজের টি-২০ কেরিয়ারে নয়া পালক যোগ করলেন ধোনি। টি-২০-তে মাহির ৩৫০টি ওভার বাউন্ডারি হাঁকানো হয়ে গেল। রাজস্থান রয়্যালসের পেসার যুধবীর সিং ছারাক ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন।