MS Dhoni (Photo Credit: JioHotstar)

এবারের আইপিএলে তাঁর শেষ ম্যাচটা খেলে ফেললেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ঋতুরাজ গায়কোয়েড় চোট পেয়ে ছিটকে যাওয়ার চলতি আইপিএলে ধোনি চেন্নাইকে ৯টি ম্যাচে নেতৃত্ব দিলেন। আজ, ররিবার আমেদাবাদে গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে হারিয়ে এবারের আইপিএল অভিযান শেষ হল ধোনিদের। ৮ পয়েন্ট সংগ্রহ করে দশ দলের আইপিএলে ১০ নম্বরে শেষ কর চেন্নাই। ম্যাট শেষেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন ধোনি তাঁর অবসর নিয়ে কী বলেন সেই বিষয়টিতে। এবারের আইপিএল শেষ করে উঠে ধোনি অবসরের প্রশ্নের জবাবে বললেন, " আমি বলছি না যে আমি খেলা ছেড়ে দিলাম। আমার আমি এমনও বলছি না আমি খেলব। (‘I’m not saying I’m done. I’m not saying I’m coming back.’)। ৪২ বছরের ধোনির সাফ কথা, এখন কটা দিনে রাঁচিতে বাড়ি ফিরে বাইক চালাই, জীবনটা উপভোগ করি। এখনও চার-পাঁচ মাস সময় পাবো পরের মরসুমে খেলার বিষয়টা। তখন দেখা যাবে।" ধোনি চাইলেই পরের মরসুমে চেন্নাইয়ের জার্সিতে খেলতেই পারেন।

দেখুন ম্যাচ শেষে কী বললেন ধোনি

ব্র্যান্ড ধোনি বড় ভরসার চেন্নাইয়ের

তবে এটা নিশ্চিত ধোনি আর নেতৃত্ব দেবেন না। ধোনির সুবিধা হল চেন্নাই ফ্র্য়াঞ্চাইজির টিকিট বিক্রি, স্পন্সরশিপ অর্থটাই আসে তাঁর ব্র্যান্ড বিক্রি করে।আর ধোনির অসুবিধা হল, এবার আইপিএলে ব্যাট হাতে নিজেকে অনেক কম ব্যবহার করা, আর তেমন ভাল না খেলতে পারা।