MS Dhoni (Photo Credit: CSK/ X)

খুব সম্ভবত কেরিয়ারে অধিনায়ক হিসেবে শেষ টসটা করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। রবিবার আমেদাবাদে শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্য়াট করছে চেন্নাই (Chennai Super Kings)। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ধোনি প্রথম একাদশে রাখলেন দীপক হুডা-কে। এবারের আইপিএলে ১২টি ম্যাচে জিতেছে ধোনি।

আগামী বছর ধোনির আইপিএলে খেলা নিয়ে সংশয় আছে

৪২ বছরের মহেন্দ্র সিং ধোনি আগামী বছর ফের আইপিএলে খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের খারাপ ফলের পর আগামী মরসুমে নতুন করে শুরু করতে চায় চেন্নাই, তাই ধোনির ফের খেলা নিয়ে সংশয় আছে। তবু ধোনি যদি আগামী মরসুমে ফের খেলতে নামেন, তবুও নেতৃত্বে তিনি আর ফিরবেন না সেটা নিশ্চিত।

সম্ভবত এটাই অধিনায়ক ধোনির শেষ টস

ঋতুরাজের চোটের পর এবার ধোনিকে নেতৃত্বে এনেছিল চেন্নাই

চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড়ের চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর নেতৃত্বে এসেছিলেন ধোনি। কিন্তু ধোনির নেতৃত্বে এবার চেন্নাই একটার পর একটা ম্যাচ খারাপভাবে হারে। তাই মাহি যদি ২৬-এ খেলেও থাকেন আর নেতৃত্ব দেবেন না সেটা নিশ্চিত। এই কারণে এদিনই যে ধোনি তাঁর পেশাদার ক্রিকেটজীবনে শেষবার টস করলেন তা বলা যায়।