Suresh Raina with MS Dhoni Photo Credit: Instagram @Suresh Raina

Suresh Raina CSK: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না আর রবীন্দ্র জাদেজা। আইপিএলের ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংস মানেই তিন রত্ন। ধোনি আর রায়নাকে চেন্নাইয়ের শোলের জয়-বীরু বলা হয়। ২০২১ সালের পর ফের ধোনিদের ড্রেসিংরুমে দেখা যাবে রায়না-কে। সিএসকে-র জার্সিতে সফলতম ম্যাচ উইনার সুরেশ রায়না এবার হয়তো তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে ফিরছেন। রবিবার আমেদাবাদে সিএসকে বনাম গুজরাট টাইটান্স ম্য়াচের কমেন্ট্রিতে রায়না জানিয়ে দিলেন, তিনি হয়তো আগামী মরসুমে চেন্নাইয়ের ব্য়াটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। মাইক হাসির পরিবর্তে আগামী মরসুমে সিএসকে-র ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে রায়নাকে।

হলুদ জার্সির হিরো রায়না

আইপিএলে হলুদ জার্সিতে ব্য়াট হাতে ঝড় তুলে রায়না যে কতগুলো ম্যাচে চেন্নাইকে জিতিয়েছেন তাকে গুণে শেষ করা যাবে না। সিএসকে-র জার্সিতে রায়না ১৭৬ টি ম্য়াচ খেলে ৪ হাজার ৬৮৭ রান করেছেন। একটি সেঞ্চুরি, ৩৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর। হলুজ জার্সিতে ১৩বার ম্যাচ সেরার পুরস্কারও নিয়েছেন রায়না। চেন্নাইয়ে ঋতুরাজ গায়কোয়েড় থেকে আয়ুষ মাথরে, শিবম দুবে, দেওয়াল্ড ব্রেভিসের মত প্রতিশ্রুতিমান ব্যাটার রয়েছে, রায়নাকে কোচ হিসেবে পেলে তারা লাভবান হবেন। আগামী মরসুমে ধোনির খেলা নিয়ে অনিশ্চিয়তা আছে।

চেন্নাইয়ের ব্যাটিং কোচ হচ্ছেন রায়না

এখন সিএসকে-র কোচিং স্টাফে কারা

সিএসকে-র হেড কোচ হিসেবে আছেন স্টেফিন ফ্লেমিং। এবার ধোনিদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক হাসি, বোলিং কোচ এরিক সিমন্স ও শ্রীধরণ শ্রীরাম।