
GT বনাম CSK: এবারের আইপিএলে সবটা খারাপ হলেও শেষটা দারুণ হল মহেন্দ্র সিং ধোনিদের। এবারের আইপিএলে তাদের শেষ ম্য়াচে আমেদাবাদে গুজরাট টাইটান্সকে ৮৩ রানের বিরাট ব্যবধানে হারিয়ে চমকে দিল চেন্নাই। খুব সম্ভবত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারটা এই জয় দিয়েই শেষ হল। এখনও পর্যন্ত গুজরাট পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। তবে ফার্স্ট বয়দের হারিয়েও 'লাস্ট-বয়' (সবার শেষে দশ নম্বরে) থেকে এবারের আইপিএল শেষ করলেন ধোনিরা (১৪ ম্যাচে ৮ পয়েন্ট)। রবিবার মোদী স্টেডিয়ামে চেন্নাই প্রথমে ব্যাট করে ৫ উইকেটে করে ২৩০ রান, জবাবে গুজরাট মাত্র ১৮.৩ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। এবারের আইপিএলে তাদের সেরা ম্যাচটা একেবারে শেষ খেলাতেই এসে দেখালেন ধোনিরা। এ যেন হেরো ওস্তাদের মার শেষ ম্য়াচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন চেন্নাইয়ের হয়ে দারুণ বল করলেন আনশুল কাম্বোজ (৩/১৩) ও আফগান স্পিনার নুর আহমেদ (৩/২১)। ভাল বল করেন রবীন্দ্র জাদেজা (২/১৭)। ২৩ বলে ৫৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান তারকা দেওয়ান্ড ব্রেভিস।
কে কোথায় দাঁড়িয়ে
টানা দুটো ম্য়াচে হেরে ১৮ পয়েন্টে লিগের খেলা শেষ করল গুজরাট টাইটান্স। এবার বেঙ্গালুরু (১২ ম্য়াচে ১৭ পয়েন্ট) ও পঞ্জাব (১২ ম্য়াচে ১৭ পয়েন্ট) দুটি দলই যদি তাদের শেষ ম্যাচে জিতে যায়, তাহলে কোয়ালিওয়ার ওয়ানে খেলা হবে না গিলদের। কোয়ালিফায়ার ওয়ানে খেলে লিগ তালিকায় প্রথম দুটি দল, আর এখানে খেলে জিতলে সরাসরি ফাইনালে চলে যাওয়া যায়, আর হারলেও ফাইনালে ওঠার আরও একটা সুযোগ মেলে। বেঙ্গালুরুর শেষ ম্য়াচের প্রতিপক্ষ আর লিগে তাদের শেষ খেলায় পঞ্জাব কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। আরও পড়ুন-আইপিএলে ধোনিদের কোচ হচ্ছেন রায়না!
জয় দিয়ে এবারের আইপিএল শেষ চেন্নাইয়ের
#MSDhoni wins it for #CSK, #OneLastTime as Captain! 💛✨#ChennaiSuperKings finish their season on a high, while #GT’s #Race2Top2 hits a roadblock!
Watch #GTvCSK post-match analysis ➡ https://t.co/vroVQLpMts pic.twitter.com/PRI7iWAfPx
— Star Sports (@StarSportsIndia) May 25, 2025
এই প্রথম আইপিএলে দশ নম্বরে শেষ করল চেন্নাই
লিগ পর্বে সব কটা ম্য়াচ খেলে ধোনিদের পয়েন্ট দাঁড়াল ৮। রাজস্থান রয়্যালসও ৮ পয়েন্টে তাদের আইপিএল ২০২৫-এর অভিযান শেষ করেছে। তবে সঞ্জু স্যামসনেদর নেট রানরেট ভাল থাকায় ধোনিদের টেক্কা দিয়ে ৯ নম্বরে লিগের খেলা শেষ করলেন। আর দশ দলের আইপিএলে সবার শেষে দশে শেষ করল CSK। ধোনিরা এই প্রথম আইপিএলে সবার শেষে অভিযান শেষ করলেন। এবারের আইপিএলে মাত্র ৪টি ম্যাচ জিতেছেন ধোনিরা। নিজেদের গড় চিপকে একেবারে হতশ্রী পারফম করে চেন্নাই।