Salman Khan Self-Isolating In Bengali: মহামারী করোনার (Coronavirus) থাবা পড়ল এবার বলিউডের ভাইজানের পরিবারে। হ্যাঁ ঠিকই শুনেছেন। করোনাভাইরাস ঢুকে পড়েছে সলমনের খানের (Salman Khan) গ্যালাক্সিতে। প্রথমে মারণ রোগের প্রমাণ মেলে ভাইজানের গাড়িচালকের শরীরে। পরে তাঁর বাড়ির আরও দুই কর্মচারীর করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। তিনজনকেই বম্বে হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করেছেন সলমন খান। পাশাপাশি নিজেকেও আইসোলেশনে রেখেছেন। #SalmanKhan #Coronavirus #LatestLYBangla