Close
Advertisement
 
শুক্রবার, ডিসেম্বর 27, 2024
সর্বশেষ গল্প
17 minutes ago

Laxmi Ratan Shukla Resigns: লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা, বিস্ফোরক বৈশালী ডালমিয়া

Videos Sarmita Bhattacharjee | Jan 06, 2021 12:02 PM IST
A+
A-

২১-র নির্বাচন (2021 West Bengal Assembly Election) এগিয়ে আসতেই রাজ্যের শাসক শিবির থেকে ধাপে ধাপে ইস্তফা দিচ্ছেন তৃণমূলের (TMC) হেভিওয়েট নেতারা। রাজ্যের শাসক দলের সঙ্গে মনোমালিন্য কিংবা অন্যান্য কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার সকালেই রাজ্যের আরও এক মন্ত্রীর পদত্যাগ ঘিরেই বিজেপিতে যোগদানের বিষয়টি জোরাল হয়েছিল। মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। তাঁর পাঠানো ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এরপর ফের একবার জোরাল গুঞ্জন ওঠে লক্ষ্মীরতন শুক্লার বিজেপি যোগ নিয়ে। সেই গুঞ্জনেই জল ঢাললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল জানিয়েছন, লক্ষ্মী কাজের মানুষ। তৃণমূলে থেকে হয়তো কাজ করতে সমস্যা হচ্ছিল সেই কারণেই ইস্তফা। তবে কাজের মানুষ বিজেপিতে যোগ দিলে ভালো হবে বলেই মত বাবুলের। তবে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে মত তাঁর।

RELATED VIDEOS