Khudiram Bose Birth Anniversary In Bengali: ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম মেদিনীপুর শহরে। ১৯০৩ সালে, মাত্র ১৪ বছর বয়সে অরবিন্দ এবং সিস্টার নিবেদিতার দেশের স্বাধীনতার লড়াইয়ের ভাষণে উদ্বুদ্ধ হন ক্ষুদিরাম। মেদিনীপুরেই তাঁর বৈপ্লবিক জীবনে হাতেখড়ি, অল্প কিছু দিনের মধ্যেই ক্ষুদিরাম তাঁর দক্ষতার জন্য সকলের চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ১৫ বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। #KhudiramBoseBirthday #KhudiramBose #LatestLYBangla