আজ  ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিবস বা ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2025)। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না, এমনটা মনে করেন অনেকেই। তবে ভালবাসার আলাদা কোনও দিন হয়না, সব দিনই ভালবাসার। আজকের দিনে লেটেস্টলি বাংলার তরফে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু স্টিকার, এসএমএস আর এইচডি ইমেজেস। পাঠিয়ে দিন নিজের প্রিয়জনকে আর আজকের দিনটি করে তুলুন স্পেশাল।