মাত্র ৮৯৯ টাকায় পোলারাইড সানগ্লাস আনল জিয়াওমি। এভাবেই ভারতের বাজারে পোলারাইজড স্কোয়ার সানগ্লাস বিক্রি শুরু করল এই চিনা সংস্থা। একগুচ্ছ ফিচার-সহ ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে এই মি পোলারাইজড সানগ্লাস। একবার শুধু চোখ বুলিয়ে নিন, সানগ্লাস কিনলে ঠিক কি কি সুবিধা পেতে চলেছেন।
এই মি পোলারাইজড স্কোয়ার সানগ্লাসে রয়েছে টিএসি পোলারাইজড লেন্স। এই প্রযুক্তির মাধ্যমে গ্লেয়ার দূরে রাখা যাবে। এছাড়াও দূরে থাকবে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি। পোলারাইজড লেন্স থাকার কারণে এই সানগ্লাসে ভাল কনট্রাস্ট পাওয়া যাবে। যার ফলে চোখে কম চাপ পড়বে। জিয়াওমি( Xiaomi) জানিয়েছে, মি পোলারাইজড স্কোয়ার সানগ্লাসে( Mi Polarised Square Sunglasses) স্ক্র্যাচ পড়বে না। একই সঙ্গে মিলবে “১০০ শতাংশ ইউভি, ইউভিবি, ইউভিসি রশ্মি থেকে সুরক্ষা। ৪০০ ন্যানোমিটার পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যাবে। যা চোখকে প্রখর তাপেও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এই সানগ্লাসে থাকছে ফ্লেক্সিবেল টিআর৯০ ফ্রেম। মি পোলারাইজড স্কোয়ার সানগ্লাসের এই ফ্রেম টেকসই, হালকা ও সহজেই বেঁকিয়ে ফেলা যাবে। শুধু স্টাইলিশ ও কার্যকরীই নয়, ব্যবহারেও বিরক্তি আসবে না। কেননা এর ওজন যথেষ্ট কম। ওজন মাত্র ১৮ গ্রাম। হালকা হওয়ার কারণে দীর্ঘক্ষণ পরলেও অসুবিধা হবে না। মি পোলারাইজড স্কোয়ার সানগ্লাস এককথায় ইউনিসেক্স। সানগ্লাস কেনার পর মাস ছয়েকের ওয়ারেন্টিও মিলছে। তাই দেরি না করে আজই মি ডট কম থেকে মাত্র ৮৯৯ টাকা দিয়ে বুক করে ফেলুন সাধের মি পোলারাইজড সানগ্লাস।
জানা গিয়েছে, সংস্থার অনলাইন স্টোরে নীল ও ধূসর রঙে মিলবে এই মি পোলারাইজড চশমা। ভিস্যুয়াল ক্ল্যারিটি দেখলে মন ভরে যাবে।