দিল্লি, ১ নভেম্বর: ভারতে ২৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করল হোয়াটস অ্যাপ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হোয়াটস অ্যাপ ২৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করে। ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ীই ওই ২৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে জানানো হয় হোয়াটস অ্যাপের তরফে। সোশ্যাল মিডিয়ায় যাতে নিজেদের আরও বেশি করে প্রাসঙ্গিক করে তোলা যায়, তার জন্যই ২৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়।
#Meta-owned #WhatsApp said it banned over 26 lakh accounts in #India in the month of September in compliance with the new IT Rules, 2021, which are now being amended to put more responsibilities on social media platforms.@WhatsApp pic.twitter.com/IikPyoMJui
— IANS (@ians_india) November 1, 2022
এসবের পাশাপাশি হোয়াটস অ্যাপ থেকে কীভাবে আরও শিগগিরই মেসেজ পাঠানো যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। 'সেলফ মেসেজিং ফিচার' যোগ করে হোয়াটস অ্য়াপ থেকে কীভাবে আরও শিগগিরই অন্যজনক বার্তা পাঠানো যায়, সে বিষয়ে সমস্ত পরীক্ষানীরিক্ষা করা হচ্ছে বলে খবর।
#Meta-owned messaging platform #WhatsApp is reportedly testing a self-messaging feature that would allow you to send messages to yourself more easily.@WhatsApp pic.twitter.com/ENiD5SYKN0
— IANS (@ians_india) November 1, 2022