সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে যে রতন টাটার জন্মদিন উপলক্ষে টাটা টেলিকম (Tata) প্রত্যেককে বিনামূল্যে ৪৭৯ টাকার রিচার্জ দিচ্ছে যা ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়  এরকমই তথ্য  সম্বলিত একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে যেখানে রতন টাটার জন্মদিনের উপলক্ষ্যে গ্রাহকদের বিনামূল্যে রিচার্জ দেওয়ার ঘটনাটি লেখা আছে।  বলা আছে-

রিচার্জটি পেতে গেলে  প্রথমে লিঙ্কে দেওয়া সার্ভেটি সম্পূর্ণ করতে হবে। তারপর স্ক্রিনে আসা লিঙ্কটিকে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। তারপর নিচে দেওয়া লিঙ্কটিকে ক্লিক করতে হবে, https://mahacashback.com.xyz/

এরপরেই দেখা যায় ওই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে তা চলে যাচ্ছে সন্দেহজনক ওয়েবসাইটে। এবং বোঝাই যাচ্ছে ওই লিঙ্কে ক্লিক করা টা নিরাপদ নয় এবং ঐ লিঙ্ক কোনো ভাবেই আপনাকে কোন টাকা দেবে না। এবং জানা গেছে  টাটা নিজেরাও এরকম কোনও রিচার্জের কথা ঘোষণা করে নি। উল্টে টাটা এরকম নিরাপদ নয় লিঙ্কে ক্লিক করতে বারবার সতর্ক করেছে। দেখুন সেই টুইট-

 

আমরাও আপনাকে সাবধান করে দিচ্ছি, এইসব লিঙ্ক থেকে দূরে থাকুন।