Photo Credits: Pixabay

নয়াদিল্লি: দেশের নিরাপত্তার (Nation Safety) কাজে মোতায়েন সেনাকর্মী (troops) ও তাঁদের পরিবারকে (families) চিনা মোবাইল ফোন (Chinese mobile phones) ব্যবহার করতে নিষেধ করল প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সংস্থাগুলি (Indian Defence intelligence agencies)।

গালওয়ানের সীমান্ত এলাকায় ভারত-চিন সংঘর্ষের পর ২০২০ সাল থেকেই দু’দেশের সেনাদের মুখোমুখি মোতায়েন করা হয়েছে। এছাড়া, পূর্বাঞ্চলের লাদাখ থেকে অরুণাচল প্রদেশের এলএসি বরাবর এলাকায়ও অসংখ্য সেনা প্রহরায় রয়েছেন। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সীমান্ত বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বেজিং বিভিন্ন চিনা মোবাইল ও অ্যাপের মধ্যে থাকা ম্যালওয়ার ও স্পাইওয়ারের মাধ্যমে সেনাকর্মীদের কাছে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যগুলি জেনে নেওয়ার কুৎসিত ষড়যন্ত্র করেছে বলেই খবর দিচ্ছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দারা।

আর তাই ভারতীয় সেনাকর্মীদের জন্য একটি নির্দেশিকা দেওয়া হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে উল্লেখ করা হয়েছে, সেনাকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও চিনা মোবাইল এবং অ্যাপ ব্যবহারে নিষেধ করেছেন গোয়েন্দারা। বিষয়টি নিয়ে সেনাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের সাবধান করার জন্য সেনাকর্তাদের পরামর্শ দিয়েছেন তাঁরা।