ভুবনেশ্বর: বৃহস্পতিবার ওড়িশার (Odisha) এপিজে আব্দুল কালাম দ্বীপ (APJ Abdul Kalam Island) থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ (successful training launch) সফল হল ভারতে তৈরি মিডিয়াম রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল (Medium-Range Ballistic Missile) অগ্নি ওয়ানের (Agni-1)। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চ মাত্রার এবং নির্ভুলতার সঙ্গে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) মুখ্য সচিব এ ভারত ভূষণ বাবু জানান, অগ্নি ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে হওয়ার মধ্যে দিয়ে ক্ষেপণাস্ত্রটি সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করা হয়েছে। তাতে সফলতাই পাওয়া গেছে। আরও পড়ুন