ওয়াশিংটন: চিনের (China) সঙ্গে যুক্ত (linked) ৬ হাজার ২৮৫টি ইউটিউব চ্যানেল (YouTube channels) ও ৫২টি ব্লগারের ব্লগকে (Blogger blogs) বন্ধ করে দিল (terminated) গুগল (Google)। সেই সঙ্গে ভুলভাবে মানুষকে প্রভাবিত করার (coordinated influence operations) জন্য ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে ৭ হাজার ৫০০টির বেশি ইউটিউব চ্যানলকে সরিয়ে দিল (took down) বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন।
শুক্রবার সন্ধ্যায় সংবাদ সংস্থা আইএএনএস (IANS) সূত্রে জানা গেছে, ভুলভাবে মানুষকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল বেশি কিছু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। তদন্ত করার পর ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে সাড়ে সাত হাজারের বেশি ইউটিউব চ্যানেলকে তাদের সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে দিয়েছে গুগল। সেই সঙ্গে চিনের সঙ্গে যুক্ত থাকার জন্য ৬ হাজার ২৮৫ ইউটিউব চ্যানেল ও ৫২টি ব্লগারের ব্লগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। আরও পড়ুন: Amazon Launches All-New 5th Gen Echo Dot: অ্যামাজনের অ্যালেক্সা ইকো ডট প্লাস লঞ্চ, কি বৈশিষ্ট্য, দেখে নিন
#Google took down more than 7,500 #YouTube channels in Q1 2023 as part of its investigation into coordinated influence operations, and terminated 6,285 YouTube channels and 52 Blogger blogs alone linked to China. pic.twitter.com/FKGrZ3HlON
— IANS (@ians_india) March 3, 2023