Battlegrounds Mobile India Game Ban: নিজ নিজ অ্যাপ স্টোর থেকে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে সরিয়ে দিল গুগল ও অ্যাপল
Battlegrounds Mobile India (Photo Credits: BGMI)

নতুন দিল্লি, ২৮ জুলাই: গুগল (Google) এবং অ্যাপল (Apple) বৃহস্পতিবার তাদের নিজ নিজ অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে (Battlegrounds Mobile India) সরিয়ে দিয়েছে। সরকারি নির্দেশের পরই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) হল পাবজি (PUBG) মোবাইলের ভারতীয় সংস্করণ। এই গেমটি ২০২১ সালের ২ জুলাই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু করা হয়েছিল।

গুগলের এক মুখপাত্র বলেছেন, "নির্দেশ আসার পর আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আমরা ডেভেলপারকে এই বিষয়ে অবহিত করেছি এবং ভারতে প্লে স্টোরে উপলব্ধ অ্যাপটির অ্যাক্সেস ব্লক করেছি।" আরও পড়ুন: Terror Modules Busted In Assam: আল কায়েদা, আনসারুল্লাহ বাংলা সহ অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে যোগ, অসমে ধৃত ১১

অ্যাপলও তার অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দিয়েছে। ক্রাফটন এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই মাসের শুরুতে ক্রাফটন জানিয়েছিল যে তাদের ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।