ফাইল ফটো (Photo Credit: ANI)

চাঁদের দক্ষিণ মেরুর পর এবার সূর্যকে নিয়ে অভিযানও (Aditya-L1 Mission) সফল হতে চলেছে ভারতের (India)। শনিবার সন্ধ্যায় ইসরোর (ISRO) তরফে টুইট করে জানানো হয়, পৃথিবী (Earth) থেকে ৯.২ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গেছে মহাকাশযানটি (spacecraft)। সফলভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব কাটিয়ে এটি এখন সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 (L1) (Sun-Earth Lagrange Point 1) এর দিকে এগিয়ে চলেছে।

এবার নিয়ে পরপর দ্বিতীয়বার ইসরো পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব কাটিয়ে কোনও মহাকাশযানকে মহাকাশে পাঠাতে সফল হল। এর আগে সফলতা এসেছিল মার্স অরবিটার মিশনে (Mars Orbiter Mission)। আরও পড়ুন: TCS Ends Work From Home: বন্ধ ওয়ার্ক ফ্রম হোম, ১ অক্টোবর থেকে প্রতিদিন অফিসে হাজিরা বাধ্যতামূলক TCS-এ