হারারে, ৩০ জুলাই: আজ,শনিবার জিম্বাবোয়ে সফরে খেলা শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। হারারাতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি জিম্বাবোয়ে-বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ওয়ানডে সিরিজে জিতে চনমনে বাংলাদেশ নামছে নড়বড়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে। অবশ্য ক্যারিবিয়ান সফরে ওয়ানডে-তে জিতলেও টি২০-তে হেরেছিল বাংলাদেশ। জিম্বাবোয়ে সফরে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের পর জিম্বাবোয়ে সফরে যাবে ভারত।
টি-২০-তে বাংলাদেশের রেকর্ড তেমন ভাল নয়। সেটাই কাজে লাগাতে নামছে জিম্বাবোয়ে। টেস্ট খেলিয়ে দেশ নয় এমন দলগুলির সঙ্গে দারুণ খেলছে জিম্বাবোয়ে। অনেকেই আশায় জিম্বাবোয়েকে আবার সেই পুরনো ছন্দে দেখা যাবে। আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোতে ফিরতে তাই বাংলাদেশের বিরুদ্ধেই সিরিজকেই পাখির চোখ করছেন সিকান্দার রাজা-রা।
অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। ভারতীয় সময় দুপুর সাড়ে ৪টে থেকে শুরু হবে ম্যাচ।
ভারতে কোনও টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে না ম্যাচ। তবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে সরাসরি মোবাইল ফোন ও স্মার্ট টিভির মাধ্যমে দেখা যাবে খেলা। ভারত ও বাংলাদেশের বাইরে আইসিসি-র ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।