Sikandar Raza . (Photo Credits: Twitter)

হারারে, ২৬ জুন: চলতি বছর বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ফের দারুণ খেলল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নেমে বড় নজির গড়ল জিম্বাবোয়ে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম দেশ হিসেবে ৪০০ রানের ইনিংস গড়ল জিম্বাবোয়ে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তাদের দেশের সর্বোচ্চ রানের ইনিংস গড়ল আফ্রিকার এই দেশ। সোমবার হারারাতে আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে করল ৬ উইকেটে ৪০৮ রান। পাকিস্তানের আগেই ওয়ানডে-তে ৪০০ রানের ইনিংস গড়ার নজির গড়ে ফেলল জিম্বাবোয়ে। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে একটা ম্যাচে ৪০০ বা তার বেশী রানের ইনিংস সবচেয়ে বেশীবার গড়ছে ইংল্যান্ড (৫ বার)।

এদিন জিম্বাবোয়ের এই রেকর্ড রানের পিছনে বড় অবাদন নিলেন অধিনায়ক হিসেবে নামা সিন উইলিয়ামস। ১০১ বলে ১৭৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন উইলিয়াসমস। তিনি মারলেন ২১টি বাউন্ডারি, ৫টি ভার বাউন্ডারি। সিনকে যোগ্য সঙ্গত দেন সিকান্দার রাজা (২৭ বলে ৪৮)। শেষের দিকে ১৬ বলে ৪৭ রানের ক্যামিও খেলে দলের রানকে ৪০০ টপকাতে সাহায্য করেন রায়ান ব্রুল। এই ম্য়াচের আগেই সুপার সিক্সে উঠে গিয়েছে জিম্বাবোয়ে। সুপার সিক্সে তাদের খেলতে হবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমানের বিরুদ্ধে।

দেখুন ছবিতে

ওয়ানডে-তে ৪০০ বা তার বেশী রান কোন দেশ কতবার করেছে

১) ইংল্যান্ড: ৫ বার (৪৯৮ রান, ৪৮১, ৪৪৪,৪১৮,৪০৮)

২) দক্ষিণ আফ্রিকা: ৪ বার (৪৩৯ রান, ৪৩৮,৪১৮,৪১১)

৩) ভারত : ৩ বার (৪১৪ রান,৪১৩,৪০১),

৪) শ্রীলঙ্কা: ২ বার (৪৪৩ রান,৪১১)

৫) অস্ট্রেলিয়া: ২ বার (৪৩৪ রান, ৪১৭)

৬) নিউ জিল্যান্ড: ১ বার (৪০২ রান)

৭) জিম্বাবোয়ে: ১ বার (৪০৮ রান)

এখনও একবারও ওয়ানডে-তে চারশো করতে পারেনি যে সব টেস্ট খেলিয়ে দেশ

১) পাকিস্তান, ২) ওয়েস্ট ইন্ডিজ, ৩) বাংলাদেশ, ৪) আয়ারল্যান্ড।