Yogesh Kathuniya wins Silver Medal in Men's Discuss Throw F56 . (Photo Credits: X)

প্যারিস, ২ সেপ্টেম্বর: টানা দুটো প্যারালিম্পিক্সে (Paralympics) পদক জয়ের রেকর্ড গড়লেন ভারতের ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। প্যারিসে (Paris Paralympics 2024) প্যারা ডিসকাস থ্রো-য়ের F56 (Discuss Throw F56) বিভাগে রুপো জিতলেন যোগেশ। টোকিও প্যারালিম্পিক্সেও একই বিভাগে রুপো জিতেছিলেন হরিয়ানার ২৭ বছরের ডিসকাস থ্রোয়ার। এদিন প্যারিসে ৪২.২২ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে রুপো জেতেন যোগেশ। সেখানে ব্রাজিলের ক্লাউদিনে বাতিস্তা দোস স্যান্টোস ৪৬.৮৬ মিটারের নয়া প্যারালিম্পিক্সের রেকর্ড গড়া দূরত্বে ডিসকাস ছুঁড়ে জিতলেন সোনা।

চলতি প্যারালাম্পিক্সে ভারত এখনও পর্যন্ত ১টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকায় ভারত এখন ৩০ নম্বরে। প্যারা ব্যাডমিন্টনে ভারতের আরও দুটি পদক নিশ্চিত রয়েছে। প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিক্সে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-১৯টি পদক জিতেছিল।

দেখুন পদক জয়ের সেই ডিসকাস থ্রো-যোগেশ কাঠুনিয়ার

প্যারিস প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের একমাত্র সোনার পদকটি জিতেছেন প্যারা শ্যুটার অবনি লেখারা।