Yashavi Jaiswal. (Photo Credits:X)

IND vs ENG 2nd Test: ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম সেশনে দারুণ ব্যাটিং করলেন যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal)। লিডসের পর এবার বার্মিংহ্যামেও ঝকঝকে সেঞ্চুরি করার দিকে এগোচ্ছেন যশস্বী। যশস্বী তাঁর ২১তম টেস্টে খেলতে নেমে ১৬তম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। সঙ্গে তাঁর একটি ডবল সেঞ্চুরি সহ ৫টি সেঞ্চুরিও আছে। কেএল রাহুল (২) ও করুণ নায়ার (৩১)-এর উইকেট খুইয়ে প্রথম দিনের লাঞ্চে ভারতের স্কোর ২ উইকেটে ৯৮। যশস্বী ব্যক্তিগত ৬২ ও অধিনায়ক শুভমন গিল ১ রানে ব্যাট করছেন। লাঞ্চের ৯ বল আগে ব্রিটিশ পেসার কারসের বলে আউট হয়ে যান তিন নম্বরে নামা করুণ নায়ার। লিডসে সেঞ্চুরি সহ দুরন্ত ব্যাটিং করার ওপেনার কেএল রাহুল এদিন মাত্র ২ রানে আউট হন। ২৬টি বল খেলা রাহুলকে ফেরান ব্রিটিশ পেসার ক্রিস ওকস। যশস্বী ৬৯ বলে ৬২ রানের আক্রণাত্মক ইনিংস খেলছেন। রাজস্থান রয়্যালসের তারকা বাঁ হাতি এই ওপেনার ১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। সাই সুদর্শণ বাদ পড়ায় তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার বেশ দারুণ খেলছিলেন। ৫টি বাউন্ডারি হাঁকিয়ে ৪৯টি বল কেলে যখন সেট হতে যাবেন সেই সময়ই আউট হয়ে যান করুণ। সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। পাঁচ টেস্টের এই সিরিজে বার্মিংহ্যাম টেস্ট গিলদের কাছে 'ডু অর ডাই'।

টিম ইন্ডিয়ার তিনজন অলরাউন্ডার নিয়ে নামা নিয়ে সমালোচনা

বার্মিংহ্যাম টেস্টে প্রথম সেশন শেষ হয়ে গেল, তবু এখনও পর্যন্ত ভারতের প্রথম একাদশ নিয়েই বেশি চর্চা চলছে। টম মুডি সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারই অধিনায়ক শুভমন গিল-কোচ গৌতম গম্ভীরের প্রথম একাদশ বাছা নিয়ে সমালোচনা করেছন। ভারত মাত্র ৫ জন স্পেশালিস্ট ব্যাটার, আর তিনজন স্পেশালিস্ট খেলাচ্ছে বলে গিল-গম্ভীরকে কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জশপ্রীত বুমরার বিশ্রাম নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদবকে না খেলানো নিয়েও সমালোচনা হচ্ছে।

যশস্বীর হাফ সেঞ্চুরি

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনটি পরিবর্তন

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। বুমরাকে বিশ্রাম দিতে বাধ্য হয়ে আকাশদীপকে খেলানো হচ্ছে। সাই সুদর্শনের জায়গায় প্রথম একাদশে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে। আর পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় খেলানো হচ্ছে স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর-কে। সাই সুদর্শনের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামেন করুণ নায়ার। বুমরার অভাবে ভারতীয় বোলিং বিপক্ষের ২০ উইকেট তুলতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। লিডসে প্রথম ইনিংসে বুমরা ছাড়া আর কেউ স্টোকসদের কোনওরকম সমস্য়ায় ফেলতে পারেননি। বোলিং দুর্বল দেখালেও ভারতের ব্যাটিং লাইনআপ বেশ গভীর। আট নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাতটাও বেশ ভাল। তিনজন অলরাউন্ডারকে নিয়ে বার্মিংহ্যাম টেস্টে খেলতে নামল টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড প্রথম একাদশে কোনও পরিবর্তন করল না।

ভারতের প্রথম একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।