Yashavi Jaiswal: ইংল্যান্ডে টানা দুটি টেস্টে সেঞ্চুরি করা হল না টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল-এর। বুধবার বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনে অনবদ্য ইনিংস খেলে ৮৭ রানে আউট হয়ে গেলেন যশস্বী। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১০১ রানে আউট হয়েছিলেন। এদিন, ১০৭ বলে ৮৭ রান করে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বলে উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হলেন টিম ইন্ডিয়ার বাঁ হাতি তারকা ওপেনার। আউট হওয়ার আগেই স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। এই কারণে মনোসংযোগ ব্যাহত হয়েই যশস্বী তাঁর নিশ্চিত টেস্ট সেঞ্চুরিটা হাতছাড়া করলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
গিলের সঙ্গে পিচে পন্থ
নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির দিকে নিশ্চিতভাবেই এগোচ্ছিলেন যশস্বী, কিন্তু মুহূর্তের ভুলে আউট হয়ে যান। তাঁর আউটের পর অধিনায়ক শুভমান গিলের সঙ্গে পিচে যোগ দেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। পন্থ লিডস টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির নজির গড়েছিলেন। দুটি সেশন শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৮২।
সেঞ্চুরি হাতছাড়া যশস্বীর
Yashasvi Jaiswal falls short in the 2nd Test after a ton in the first against England.#ENGvsIND #YashasviJaiswal #CricTracker pic.twitter.com/5XrWy9B419
— CricTracker (@Cricketracker) July 2, 2025
ভারত খেলাচ্ছে তিনজন অলরাউন্ডারকে
অধিনায়ক শুভমন গিল ৪২ ও পন্থ ১৪ রানে ব্যাট করছেন। এরপর ব্যাট করতে নামবেন টিম ইন্ডিয়ার তিন অল রাউন্ডার নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এদিন খেলার শুরুতেই ক্রিস ওকসের বলে আউট হয়ে যান কেএল রাহুল (২)। ভাল কিছু শট খেলার পর ইংল্যান্ডের পেসার ব্রাইডন কারসের বলে আউট হন করুণ নায়ার (৩১)। লাঞ্চে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৯৮ রান। দ্বিতীয় সেশনে টিম ইন্ডিয়ার একটি উইকেট পড়ল, যোগ হল ৮৪ রান।