Yashasvi Jaiswal. (Photo Credits:X)

Yashasvi Jaiswal: ইংল্যান্ডে টেস্ট সিরিজের শুরুতেই অবিশ্বাস্য সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। লিডসে ইংল্যান্ডের (India vs England Test) বিরুদ্ধে তাঁর টেস্ট কেরিয়ারে পঞ্চম সেঞ্চুরিটা করে ফেললেন টিম ইন্ডিয়ার ২৩ বছরের মুম্বইয়ের বাঁ হাতি ওপেনার। ক মাস আগে অস্ট্রেলিয়া সফরে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ইংল্যান্ডে শুরু করলেন যশস্বী। শুক্রবার ইংল্যান্ডের বোলারদের একেবারেই মাথায় চড়তে দিলেন না যশ্বসী। অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে নজির গড়া যশ্বসীর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও সেঞ্চুরি করা হয়ে গেল। দেশের মাটিতে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ডবল সেঞ্চুরি আছে তাঁর।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে পারথের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন, এরপর চতুর্থ টেস্ট মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী।

টেস্টে তাঁর পঞ্চম সেঞ্চুরিটা পেলেন যশস্বী

বিদেশের মাটিতে যশস্বীর সেঞ্চুরি

১) ওয়েস্ট ইন্ডিজে- রোজাও, ১২ জুলাই, ২০২৩। (১৭১ রান)

২) অস্ট্রেলিয়ায়- পারথ, ২৫ নভেম্বর, ২০২৪, পারথ (১৬১ রান)

৩) ইংল্যান্ডে- লিডস, ২০ জুন, ২০২৫। (১০১ রান)

দেশের মাটিতে যশস্বীর সেঞ্চুরি

১) ইংল্যান্ডের বিরুদ্ধে: ২০৯ রান (বিশাখাপত্তনাম, প্রথম ইনিংস)

২) ইংল্যান্ডের বিরুদ্ধে: ২১৪ রান অপরাজিত (রাজকোট, দ্বিতীয় ইনিংস)।