Yashasvi Jaiswal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর দিন দশেকের বিরুদ্ধেই ইডেন গার্ডেন্স টেস্টে খেলতে নামবেন যশস্বী জয়সওয়াল। তার আগে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025-26) তে অনবদ্য ফর্মে যশস্বী। মঙ্গলবার জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে ১৭৪ বলে ১৫৬ রানের অনবদ্য ইনিংস খেললেন মুম্বইয়ের তারকা ওপেনার। Mumbai vs Rajasthan এই Ranji ট্রফি ম্যাচের প্রথম ইনিংসে ৬৭ রান করেছিলেন তিনি। তার মানে দুই ইনিংস মিলিয়ে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২২৩ রান করলেন। এই রঞ্জি ম্যাচে খেলতে নামার আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন যশস্বী। টেস্টে যশস্বীর ৭টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করা হয়ে গিয়েছে, কঠিন কয়েকটি বিদেশ সফর খেলেও তাঁর ব্যাটিং গড় এখনও ৫০-এর ওপরে।
দীপক হুডার অনবদ্য ২৪৮-র ম্যাচে দুরন্ত ইনিংস যশস্বীর
তবে জয়পুরে এদিন যশস্বীর অনবদ্য ইনিংসের পরেও রাজস্থানের বিরুদ্ধে মোটেও ভাল জায়গায় নেই রঞ্জির ইতিহাসে সফলতম দল মুম্বই। মুম্বই প্রথম ইনিংসে ২৫৪ রানে অল আউট হয়ে যায়, জবাবে দীপক হুডার অনবদ্য ২৪৮ ও কার্তিক শর্মার ১৩৯ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে রাজস্থান ৬ উইকেটে ৬১৭ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে।
First Innings - 67(97)
Second Innings - 156(174)
YASHASVI JAISWAL SHOW IN RANJI TROPHY AGAINST RAJASTHAN 🔥He is making huge impact in longer format for every team. pic.twitter.com/PK7Yd49sgJ
— Johns. (@CricCrazyJohns) November 4, 2025
যশস্বীর দুরন্ত ইনিংসের পরেও জয়পুরে চাপে মুম্বই
৩৬৩ রানে পিছিয়ে থেকে ইনিংস হার বাঁচাতে নেমে ওপেনিং জুটিতে যশস্বী ও মুশির খান ১৪৯ রান যোগ করেন। এরপর ব্যক্তিগত ৬৩ আউট হয়ে যান ওপেনার মুশির। অধিনায়ক আজিঙ্কা রাহানে (১৮) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। টি-র কিছু আগে আউট হয়ে যান যশস্বীও।