Indian Football Team Coach: স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার তথা কোচ জাভি হার্নান্দেজ ভারতীয় ফুটবল দলের কোচিংয়ের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ফুটবলার হিসাবে বিশ্বকাপ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ হিসাবে বার্সালোনাকে চার বছর লা লিগায় খেতাব এনে দেওয়া জাভি আগ্রহ দেখিয়েছিলেন ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে। কিন্তু এআইএফএফ জাভিকে নিয়ে তেমন আগ্রহ দেখাল না। শুধু তাঁর মোটা পারশ্রমিকের কথা বলেই কল্যাণ চৌবেরা কার্যত এড়িয়ে গেলেন জাভির মত হাই প্রোফাইল কোচকে। বার্সায় কোচ হিসাবে সরে দাঁড়ানোর পর জাভি পরবর্তী চ্যালেঞ্জ হিসাবে ভারতীয় ফুটবলকে আলোয় আনার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন। জাভি যখন ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেন, তখন তার বার্ষিক বেতন ছিল প্রায় ৪-৬ মিলিয়ন ইউরো বা ৩৬-৫৪ কোটি টাকা প্রতি বছর। সেখানে AIFF দেশের কোচকে বছরে ১-২ কোটি টাকার মত দিতে চান বলে খবর। তাই হাইপ্রোফাইল বিদেশি কোচ এড়িয়ে কল্যাণ চৌবেরা ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে খালিদ জামিলকে বেছে নিচ্ছেন।
ভারতীয় কোচের দিকেই ভোট এআইএফএফ-এর
২০১৭ সালে আইজল এফসি-কে আই লিগ চ্যাম্পিয়ন করানো খালিদের হাতেই ভারতীয় ফুটবলের দায়িত্ব দিচ্ছে AIFF। এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটি কোচ হিসাবে আবেদনকারী ১৭০ জন আবেদনকারীর মধ্যে তিনজনকে বেছে নিয়েছিলেন- খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন, এবং স্টেফান টারকোভিচ। শেষ পর্যন্ত স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান টারকোভিচদের মত বিদেশিদের বদলে ভারতীয় ফুটবলে সফল খালিদ জামিলকেই দায়িত্ব দেওয়া হচ্ছে।
কোচ হচ্ছেন খালিদ জামিল
🚨BREAKING NEWS.🚨
Khalid Jamil all set to be the next @indianfootball National Coach. Decision has already been taken as most (all) in Technical Committee wanted an Indian coach. Interestingly, heard Director of National Teams voted for a foreign coach.
Views?#IndianFootball pic.twitter.com/K4lz7R7cUo
— Nilanjan Datta (@DattaNilanjan) July 25, 2025
মার্কেজের আমলে একবারে তলানিতে চলে যা ভারতীয় ফুটবল
মানোলো মার্কেজ (Manolo Marquez)-র আমলে ভারতীয় ফুটবল একেবারে অন্ধকারে চলে গিয়েছে। নামতে নামতে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল এখন ১৩৩ নম্বরে নেমে গিয়েছে। প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলে দায়িত্বে আসার পর ক্রমশ পিছনের দিকে দ্রুত এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ইগর স্টিমাচের কোচিংয়ে দেশের ফুটবলকে নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু মার্কেজ দায়িত্ব নিতেই সব আশা সেষ হয়ে গিয়েছে। খালিদ জামিলের এখন বড় দায়িত্ব।