Hulk Hogan Facts: বাঙালির কাছে WWE মানেই ছিলেন তিনি। দৈত্যকার চেহারার একজনের গেঞ্জিটা ছেঁড়া, আর তিনি অপরাজেয় কায়দায় দাঁড়িয়ে। কুস্তির কিংবদন্তি হাল্ক হোগান বাঙালির কাছে WWE-র মুখ হয়ে উঠেছিলেন। সেই কুস্তির কিংবদন্তি ৭১ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন। WWE-র ইতিহাসে একটা যুগের অবসান হল। হাল্ক হোগানকে কুস্তিকেশুধুই শরীরী লড়াইয়ের বিনোদনের বাইরে নিয়ে গিয়ে, মূলধারার আমেরিকান পপ কালচারের অংশ করে তোলেন। তিনি বেশ কয়েক বার WWF (বর্তমানে WWE) চ্যাম্পিয়নের খেতাব জেতেন। তিনি ঠিক কতটা জনপ্রিয় ছিলেন, তার একটি নমুনা হল, প্রথম আটটি রেসলম্যানিয়ার মধ্যে সাতটিতেই প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। সে সময়ে তিনি ছিলেন কুস্তির ভক্তদের চোখে এক জীবন্ত কিংবদন্তি।
৮০ এবং ৯০-এর দশকে তাঁর জনপ্রিয়তা এতটাই উর্ধ্বে উঠেছিল যে, হাল্ক হোগান হয়ে ওঠেন “ব্র্যান্ড অ্যাম্বাসডর”। তাঁর উপস্থিতি কুস্তিকে কার্নিভালের তাঁবু ছাড়িয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়। তবে ১৯৯৬ সালে হাল্ক হোগান যখন WCW-তে (World Championship Wrestling) ফিরে আসেন, তখন তিনি এক চমকপ্রদ রূপান্তর ঘটান। নিজের সিগনেচার লাল-হলুদ পোশাক ছেড়ে “হলিউড হোগান” নামে নতুন এক রূপে ফিরে আসেন, কালো-সাদা পোশাকে। রেসলিং জগতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবের স্বীকৃতিস্বরূপ, হাল্ক হোগান দু’বার WWE Hall of Fame-এ অন্তর্ভুক্ত হয়েছেন—প্রথমবার ২০০৫ সালে একক কুস্তিগির হিসেবে এবং দ্বিতীয়বার ২০২০ সালে nWo-এর সদস্য হিসেবে।
দেখুন হাল্ক হোগানের ভিডিও
The legendary Hulk Hogan ❤️💛 pic.twitter.com/3daG7IDznf
— WWE (@WWE) July 24, 2025
এক নজরে দেখে নিন হাল্ক হোগানকে নিয়ে কিছু কম জানা তথ্য--
১) আসল নাম ও শুরুতে:
হাল্ক হোগান নামটি হলেও তাঁর জন্মনাম টেরি জিন বোলিয়া। কুস্তির আগে তিনি ছিলেন একজন বেস গিটারিস্ট। ফ্লোরিডার বেশ কয়েকটি ব্যান্ডে সংগীত পরিবেশন করেছেন।
২) সাপ? ভয় ছিল না বিন্দুমাত্র!
WWE-তে "Jake The Snake Roberts" রিংয়ে বিশাল পাইথন নিয়ে প্রবেশ করতেন। অনেক তারকাই স্ক্রিপ্ট অনুযায়ী সাপের সংস্পর্শ এড়িয়ে যেতে চাইতেন, কিন্তু হাল্ক হোগান ছিলেন নির্ভীক। তিনি সাপকে ভয় পেতেন না বরং নিজেই বলেন – “Let's do it, brother!” যখন Jake তাঁর গলায় সাপ রাখার প্রস্তাব দেন।
৩) হলিউডে রকি বালবোয়ার সঙ্গে লড়াই
১৯৮২ সালে ‘Rocky III’ সিনেমায় “Thunderlips” চরিত্রে হাল্ক হোগানের বড় পর্দায় অভিষেক হয়। সেখানে তিনি Sylvester Stallone-এর রকি চরিত্রের সঙ্গে এক বক্সিং ম্যাচে অংশ নেন, যা আজও ক্লাসিক।
৪) বডি বিল্ডার থেকে কুস্তিগির
কুস্তির আগে হোগান ছিলেন একনিষ্ঠ বডি বিল্ডার। তিনি Arnold Schwarzenegger-এর ভক্ত ছিলেন এবং শুরুতে রেসলিংয়ে ঢোকার জন্য শরীর গঠনের দিকেই মনোযোগ দেন।
৫) “হাল্ক” নামটির নেপথ্য কাহিনি
একবার Lou Ferrigno (টিভি Hulk)-এর সঙ্গে একটি টকশোতে উপস্থিত ছিলেন হোগান। সঞ্চালক তাঁকে দেখে বলেন, “তুমি তো Hulk-এর থেকেও বড় দেখতে!”। সেদিন থেকেই “হাল্ক” নামটি তাঁর সঙ্গে থেকে যায়।
৬) গোয়েন্দা এজেন্সির নজরে ছিলেন!
৮০’র দশকে হাল্ক হোগান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তাঁকে নিয়ে CIA এবং FBI একটি প্রোফাইল তৈরি করে—কারণ তাঁর জনপ্রিয়তা রাজনৈতিক প্রচারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
৭) WWE-র হল অফ ফেমে WWE Hall of Fame
২০০৫ সালে হাল্ক হোগান WWE-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এবং পরবর্তী প্রজন্মের তারকাদের কাছে এক অনুপ্রেরণা হয়ে ওঠেন।