টানা দুইদিন বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ বাতিল হল বিশ্ব ক্রিকেটে। যার কারণে টেস্ট ক্রিকেটের দুটি বড় জয় হতে হতেও হলনা। রোববার অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের জয়ের প্রত্যাশা থাকলেও ম্যানচেস্টারে বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা শেষ করা যায়নি।যার কারণে অ্যাশেজ ধরে রাখার সুযোগ পেয়ে যায় অস্ট্রেলিয়া। বড় জয় থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড।
অন্যদিকে, সোমবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটিও বৃষ্টির কারণে ড্র হয়েছে। ত্রিনিদাদে বৃষ্টি ভারতকে সিরিজে বড় জয়ের সুযোগ দেয়নি। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন অবিরাম বৃষ্টিতে ভেসে যায় যার ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয় এবং টিম ইন্ডিয়া ১-০ তে টেস্ট সিরিজে জয় লাভ করে। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-2025) পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতীয় দল শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে। এই মুহুর্তে রানরেটের বিচারে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে, আর ইংল্যান্ড ২ হার, ১ জয় ও ১ ড্র নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।
দেখে নিন সম্পূর্ণ তালিকা-
WTC 2023-25 Points Table.
India slips to No.2 due to the draw against West Indies. pic.twitter.com/LbEGL61jMc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 24, 2023