Virat Kohli dismissed for 49. (Photo Credits: Twitter)

কত জল্পনা, কত আশা, কত ভরসা। শুরুতেই শেষ। রবিবার ওভাল টেস্টের পঞ্চম দিনের শুরুতেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। সবাই বলছিলেন, ভারতকে এখান থেকে জেতাতে হলে একমাত্র বিরাটই পারবেন। গতকাল, কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ৪৪ রানে অপরাজিত থেকে আশা জাগিয়েছিলেন বিরাট। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪৯ রানে আউট হলেন কোহলি। অজি পেসার স্কট বোল্যান্ডের ডেলিভারিতে স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের দুরন্ত ক্যাচে ফিরলেন কোহলি। গতকালে তার ব্যক্তিগত রান থেকে এদিন মাত্র পাঁচ রান যোগ করে আউট হন বিরাট।

কোহলিকে আউট করার পরেই রবীন্দ্র জাদেজাকে ফেরান বোল্যান্ড। জাদেজা ২ বল খেলে শূন্য রানে আউট হন। গতকাল, দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১৬৪, আর এখন সেখানে ৫ উইকেটে ১৭৯। টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা হতে হলে দ্বিতীয় ইন্ডিয়া টিম ইন্ডিয়া করতে হবে রেকর্ড ৪৪৪ রান। গতকাল, অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ২৭০ রান। প্রথম ইনিংসে প্যাট কামিন্সদের লিড ছিল ১৭৩ রানের। আরও পড়ুন-WTC 2023-25: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামী তিন বছরে ১৯টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া

দেখুন কোহলির আউট, স্মিথের ক্যাচ

দেখুন টুইট

ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে ও শ্রীকর ভরত। জিততে হলে রোহিত শর্মার দলকে এখনও করতে হবে ২৬৩ রান, অজিদের চাই ৫ উইকেট। এরপরেই নামবেন শার্দুল ঠাকুর। শেষের তিন ব্যাটার মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। সব ভরসা এখন প্রথম ইনিংসের হিরো আজিঙ্ক রাহানের ওপর। বোল্যান্ড এখনই দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ফেলেছেন। টেস্ট ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে। এক ঘণ্টার বেশী বৃষ্টি হলে তবে ম্যাচ গড়াবে সোমবার, রিজার্ভ ডে-তে।