Team India will be playing 19 Tests in the upcoming WTC 2023-25 cycle: ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত মোট ১৯টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। তার মধ্যে আগামী তিন বছরে ভারতীয় ক্রিকেট দল ১০টি টেস্ট খেলবে নিজেদের দেশের মাটিতে। আর বিদেশের মাটিতে টিম ইন্ডিয়া খেলবে মোট ৯টি টেস্ট। এই ১৯টি টেস্টে ফলাফলের ভিত্তিতেই ঠিক হবে টিম ইন্ডিয়া টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে কি না। ২০২৫ সালের জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলেছিল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। আর চলতি বছর টিম ইন্ডিয়া বিশ্ব টেস্টের ফাইনালে খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আগামী তিন বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত দেশের মাটিতে খেলবে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। আর বিদেশে গিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আসন্ন টেস্ট সিরিজগুলির মধ্যে টিম ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জের হবে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ টেস্টের সিরিজ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২টি টেস্ট ও নিজেদের দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ। তুলনায় সহজ সিরিজ হিসেবে থাকছে দেশের মাটিতে বাংলাদেশ ও বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট। আরও পড়ুন-গিলকে আউট দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু তৃতীয় আম্পায়ারকে নিয়ে
টিম ইন্ডিয়ার তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু হচ্ছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে।
২০২৩-২০২৫-র মধ্যে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি কাদের বিরুদ্ধে কোথায়
দেশের মাটিতে সিরিজ (১০টি ম্যাচ): ইংল্যান্ড (৫ টেস্টের), বাংলাদেশ (২ টেস্টের), নিউ জিল্যান্ড (৩ টেস্টের)
বিদেশের মাটিতে সিরিজ (৯টি ম্যাচ): ওয়েস্ট ইন্ডিজ (২টি টেস্ট), দক্ষিণ আফ্রিকা (২টি টেস্ট), অস্ট্রেলিয়া (৫টি টেস্ট)