শনিবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের এক হাতের ক্যাচে আউট হন ভারতের ওপেনার শুভমন গিল। স্কট বোলান্ড শুভমনকে বল করলে বলটি তৃতীয় স্লিপে গ্রিনের বাম দিকে উড়ে যায়। লম্বা অলরাউন্ডার বাঁ হাত বের করে এক হাতে ক্যাচ নেন। এরপর থার্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো একাধিক রিপ্লে দেখার পর ক্লিন ক্যাচ বলে রায় দেন। জায়ান্ট স্ক্রিনে 'আউট' সিদ্ধান্তটা দেখানো মাত্রই দেখা যায় গিল এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। এই বিষয়ে ভক্তরা তর্ক করছেন ব্যাটসম্যান আদেও আউট হয়েছে কি না, বল ধরার পর গ্রিনের হাত মাটিতে এসে পড়ে। সফট সিগন্যালের অভাবে গিলের আউট নিয়ে এই অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ১ জুন থেকে আইসিসির এই নিয়ম বাদ দেওয়া হয়। লর্ডসে ইংল্যান্ড-আয়ারল্যান্ড চারদিনের টেস্ট ম্যাচেও সফট সিগন্যাল বাদ দেওয়া হয়।
দেখুন ক্যাচের ভিডিও
It was a stunner from Cameron Green unbelievable catch… pic.twitter.com/tBSWjzkHEM
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) June 10, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)