ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করার আগে প্রাথমিক তদন্তের প্রয়োজন হতে পারে বলে বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে দিল্লি পুলিশ। সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে মেহতা বলেন, কর্তৃপক্ষ মনে করেন, কিছু তদন্ত হওয়া উচিত। তিনি বলেন প্রাথমিক তদন্তের প্রয়োজন হতে পারে কিন্তু আদালতের নির্দেশ পেলে এফআইআর দায়ের করা যেতে পারে। জবাবে প্রধান বিচারপতি বলেন, কিছু উপাদান না থাকলে আদালতও কিছু করতে চাইবে না। বেঞ্চ মেহতাকে শুক্রবার এই সামগ্রী জমা দিতে বলে এবং বিষয়টির সঙ্গে এক নাবালক জড়িত রয়েছে বলে উল্লেখ করে। গত ২৫ এপ্রিল প্রবীণ আইনজীবী কপিল সিবাল ও নরেন্দ্র হুডা কুস্তিগীরদের করা আবেদন আদালতে তুলে ধরেন।
Solicitor General Tushar Mehta tells Supreme Court that preliminary enquiry would be needed before lodging FIR against WFI president Brij Bhushan Singh over allegations of sexual harassment.
SC will hear on April 28 the plea filed by wrestlers regarding the filing of an FIR…
— ANI (@ANI) April 26, 2023
শীর্ষ আদালত জানিয়েছে, 'ভারতের প্রতিনিধিত্ব করা পেশাদার আন্তর্জাতিক কুস্তিগীরদের দ্বারা প্রতিষ্ঠিত এই পিটিশনে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ রয়েছে। বিষয়টি সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে তার এখতিয়ার প্রয়োগে এই আদালতের বিবেচনার প্রয়োজন।' কুস্তিগীরদের পক্ষ থেকে দায়ের করা আবেদনে বলা হয়েছে, তারা দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করতে রাজি করানোর জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। আবেদনে বলা হয়েছে, যে মহিলা অ্যাথলিটরা আমাদের দেশকে গর্বিত করেন, তাঁরা যৌন হেনস্থার শিকার হচ্ছেন। তাঁদের প্রাপ্য সমর্থন না পেয়ে তাঁরা ন্যায় পাওয়ার জন্য এক স্তম্ভ থেকে অন্য স্তম্ভে দৌড়াতে বাধ্য হচ্ছেন।