অলিম্পিক কুস্তিতে রুপো জিতলেন ভারতের রবি কুমার দহিয়া (Ravi Kumar Dahiya)। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটাগরির ফাইনালে রাশিয়ার জাউর উগুয়েভের কাছে হারেন তিনি।
বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার জাউর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে খানিক পরেই রবি সমতা ফেরান। শেষমেশ ফার্স্ট পিরিয়ডে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি। সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জাউর।
CONGRATULATIONS👏
Wrestler Ravi Kumar Dahiya wins the #Silver medal in Men's Freestyle 57 kg category at #TokyoOlympics #TeamIndia #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/tJFEuzXmcl
— PIB India (@PIB_India) August 5, 2021
টোকিও অলিম্পেকে এনিয়ে দুটি রুপো পেল ভারত। তবে অলিম্পিক কুস্তিতে এই নিয়ে ভারতের মোট সাতটি পদক হল।