
নোভাক জকোভিচের মত কিংবদন্তিকে ছাপিয়ে ইতালির টেনিস মহাতারকা ইয়ানিক সিনার (Jannik Sinner) এখন পেশাদার টেনিসের এক নম্বর খেলোয়াড়। সদ্য অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সেই সিনার-কে ডোপিং কাণ্ডের জেরে তিন মাসের নির্বাসনের শাস্তি দেওয়া হল। ২৩ বছরের ইতালিয়ান মহাতারকা খেলোয়াড় দু'বার পারফরম্যান্স বর্ধন নিষিদ্ধ ওষুধ সেবন করে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন।
তিন মাসের নির্বাসন শেষ হবে ফরাসি ওপেনের আগেই
ইতালির সিনারের নির্বাসনের সাজার মেয়াদ ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত। তাঁর শাস্তির মেয়াদ এতটাই কম হল যে সিনারের ফরাসি ওপেন, উইম্বলডন খেলতে কোনও বাধা থাকল না। কারণ চলতি বছর ফরাসি ওপেন শুরু হবে ২৫ মে আর উইম্বলডন ৩০ জুন থেকে। তার অনেক আগেই নির্সান উঠে যাবে তাঁক। এখানেই উঠছে প্রশ্ন, গুরু পাপে লঘু সাজা হয়ে গেল না তো সিনারের? কারণ দুবার ডোপ পরীক্ষায় ব্যর্থ হলে দু বছর সাজা হওয়ার কথা ছিল তিনটি গ্র্যান্ডস্লামের মালিক সিনারের। তাহলে কি ক্রমশ অবসরের বৃত্তে ঢুকে পড়া নোভাক জকোভিচের পর টেনিস বিশ্বের সবচেয়ে বড় তারকা হতে তলা সিনার তারকা তমকা থাকতেই বড় সাজা থেকে বেঁচে গেলেন? এটিপি-র দাবি, সিনার জেনে বুঝে ডোপ নেন সেটা প্রমাণ হয়ে যাওয়ায় তার সাজা কম হয়েছে। তবে আগামী ১৬ এপ্রিলে কোর্ট অব আরবিট্রেশনে (ক্যাস) সিনারের ডোপ মামলার শুনানি হবে। সেখানে সিনারের সাজা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সিনারকে সাসপেনস
BREAKING: Jannik Sinner has accepted an immediate three-month ban from tennis after reaching a settlement with the World Anti-Doping Agency (Wada) over his two positive drug tests last year. pic.twitter.com/oV6SEAVyNe
— Sky Sports News (@SkySportsNews) February 15, 2025
সিনারের ডোপ কেলেঙ্কারি
২০২৪ সালের অগাস্টে ইন্ডিয়া ওয়েলস মাস্টার্সে ডোপ পরীক্ষায় সিনারের রিপোর্ট পজেটিভ এসেছিল। তাঁর নমুনায় পারফরম্যান্স বর্ধক কোলস্টেবোল নামের এক অ্যানাবলিক স্টেরয়েড মিলেছিল। অভিযুক্ত হওয়ার পর সিনার বলেছিলেন, তিনি জেনেবুঝে এই ওষুধ নেননি। ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিনার। এরপর ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছর বছরের প্রথম গ্র্যান্ডস্লামেও চ্যাম্পিয়ন হন ইতালিয়ান তারকা।