Women's Hockey Asia Cup 2025: হকির টার্ফ থেকে ফের সুখবর। পুরুষদের পর এবার নজরকাড়া পারফরম্যান্স ভারতীয় মহিলা হকি দলের (India Women's Hockey Team)। এশিয়া কাপ হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর উঠল ভারতীয় মহিলা দল। চিনের হাইঝৌতে আয়োজিত গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুর-কে এক ডজন গোলে হারিয়ে বুধবার থেকে সুপার ফোর পর্বে খেলতে নামবেন সালিমা তেতে-রা। ভারতের হয়ে এদিন দুজন হ্যাটট্রিক করেন- নবনীত কৌর ও মুমতাজ খান। গ্রুপের প্রথম ম্যাচে তাইল্যান্ড-কে ১১-০ হারানোর পর দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ভারতীয় মেয়েরা। এদিন জাপান ৬-০ গোলে হারায় তাইল্যান্ডকে। শেষ পর্যন্ত সমসংখ্যক পয়েন্ট পেলেও ম্যাচে গোলপার্থক্যকে জাপানকে পিছনে ফেলে ভারতের মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। গ্রুপ পর্বে ভারতের মেয়েরা মোট ২৫টি গোল করেন, ২টি গোল হজম করেন (গোল পার্থক্য ২৩)। সেখানে জাপানের মেয়েরা ১৭টি গোল করেন, এবং ২টি গোল হজম করেন (গোল পার্থক্য ১৫)।
বুধবার থেকে সুপার ফোর পর্বে ভারতের প্রতিপক্ষ কোরিয়া, চিন ও জাপান
অন্যদিকে, গ্রুপ এ থেকে সুপার ফোরে উঠল চিন ও দক্ষিণ কোরিয়া। চিন, দক্ষিণ কোরিয়া, ভারত ও জাপানকে নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। সুপার ফোরে চারটি দেশ একে অপরের সঙ্গে একবার করে খেলবে। সুপার ফোরে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে থাকা দুটি দল ফাইনালে খেলবে। সুপার ফোরে ভারতীয় মহিলা দলের খেলা বুধবার (দক্ষিণ কোরিয়া), বৃহস্পতিবার (চিন) ও শনিবার (জাপান)। ফাইনাল ১৪ সেপ্টেম্বর, রবিবার।
চ্যাম্পিয়ন দেশ আগামী বছর বিশ্বকাপের মূলপর্বে খেলবে
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দেশ আগামী বছর মহিলাদের হকি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। ঠিক যাবে গতকাল, রবিবার রাজগিরে পুরুষদের হকি এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়া হারিয়ে বিশ্বকাপ হকির মূলপর্বে খেলার যোগ্যতাইর্জন করেছে ভারত।
এক ডজন গোলে জয়
Full-Time | Women’s Asia Cup 2025
🇮🇳 India 10–0 Singapore 🇸🇬
A dominant display from Team India, securing a comprehensive victory in Hangzhou with clinical finishing and rock-solid defense. 🔥🏑#WomensAsiaCup2025 #HockeyAsia #TeamIndia #Singapore pic.twitter.com/qhyIYVO0e2
— Asian Hockey Federation (@asia_hockey) September 8, 2025
মহিলাদের হকিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে চিন চার নম্বর, ভারত দশে রয়েছে
মহিলাদের বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে এখন প্রথম দশটি স্থানের মধ্যে মাত্র দুটি দেশ এশিয়ার- চিন (4) ও ভারত (10)। এবার মহিলাদের এশিয়া কাপে সুপার ফোরে খেলা বাকি দুটি জাপান (12) ও দক্ষিণ কোরিয়া (16) বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। যদিও গতবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল জাপান, আর রানার্স হয় দক্ষিণ কোরিয়া। সেখানে ব্রোঞ্জ জিতেছিল ভারত।