Women's Cricket World Cup 2025: আজ, মঙ্গলবার থেকে অসমের গুয়াহাটির বরষাপাড়ায় শুরু হল মহিলাদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ (Women ODI World Cup 2025)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। এই দুটি দেশেই হচ্ছে এবারের বিশ্বকাপ। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তান তাদের কোনও ম্যাচ ভারতে খেলবে না। পাকিস্তান মহিলা দল এবারের এই বিশ্বকাপ তাদের সব ম্য়াচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়। এবারের এই বিশ্বকাপে মোট ৮টি দেশ অংশ নিচ্ছে। হট ফেভারিট হিসাবে নামছে মহিলাদের ১২টি ওয়ানডে বিশ্বকাপের মধ্যে ৭বার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল এবার বেশ শক্তিশালী। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় হ্যারি, স্মৃতিদের কাছে প্রথমবার বিশ্বসেরা হওয়ার বড় সুযোগ থাকছে। ইংল্যান্ড, নিউজি ল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও এবারের এই মহিলাদের বিশ্বকাপে বেশ শক্তিশালী দল এনেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি তিনটি দেশ হল যৌথ আয়োজক শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ। এই তিনটি দেশের সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটা কম থাকলে, দু-একটি অঘটন ঘটানোর ক্ষমতা রয়েছে। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট একচ্ছত্র। তারপরই দাপট দেখায় ইংল্যান্ড।
পালা করে অস্ট্রেলিয়া আর ইংল্য়ান্ড মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে গত পাঁচবার একবার অস্ট্রেলিয়া, আর একবার ইংল্যান্ড পালা করে কাপ জিতেছে। ১৯৭৩ সাল থেকে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ছাড়া ২০০০ বিশ্বকাপে একমাত্র নিউ জিল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এতটাই একপেশে দাপট অজি ও ব্রিটিশ মহিলাদের। সেখানে ভারত দুবার (২০০৫, ২০১৭), ওয়েস্ট ইন্ডিজ (২০১৩) একবার করে ফাইনালে খেললেও কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।
এবার ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের সুযোগ কতটা
এবার ভারতীয় মহিলা দলের সামনে সুবর্ণ সুযোগ কাপ জেতার। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ভাল খেলছেন হরমনপ্রীত-রা। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। সঙ্গে একঝাঁক ভাল ক্রিকেটার রয়েছেন এবারের বিশ্বকাপ দলে- হরলিন দেওল, দীপ্তি শর্মা, অভিজ্ঞ জেমিমা রডরিগেজ। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ এবার মহিলা ভারতীয় দলের তুরুপের তাস। ধোনির মত ফিনিশারের ভূমিকা নেন রিচা।
দেখুন খবরটি
10 teams for the Men’s World Cup 2023… but only 8 for the Women’s World Cup 2025 🤔
Why the double standards when women’s cricket deserves the same global stage? 👀
📸 ICC/Getty images #CricketWorldCup #WorldCup2025 #ICC pic.twitter.com/thotVjGI1o
— Sports.Claus (@sportsclaus) September 30, 2025
টুর্নামেন্টের ফর্ম্যাট
টুর্নামেন্টের ফর্ম্যাট হল- প্রথমে টুর্নামেন্টের আটটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। এরপর পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে (২৯ ও ৩০ অক্টোবর)। এরপর ২ নভেম্বর হবে ফাইনাল। পাকিস্তান ফাইনালে না উঠলে, ফাইনাল হবে নবি মুম্বইয়ে। আর পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোয়। পাকিস্তান অবশ্য মহিলাদের ক্রিকেটে তেমন শক্তিধর দেশ নয়, তাদের সেমিফাইনালে ওঠারও তেমন কোনও সম্ভাবনা নেই।
ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কোনগুলি
রাউন্ড রবীন লিগ পর্বে সেমিফাইনালে ওঠার ব্যাপারে ভারতীয় মহিলা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ হল-(১) দক্ষিণ আফ্রিকা (৯ অক্টোবর, বিশাখপত্তনাম)ও (২)নিউ জিল্যান্ড (২৩ অক্টোবর, নবি মুম্বই)। সবচেয়ে কঠিন দুটি ম্যাচ হবে (১) অস্ট্রেলিয়া (১২ অক্টোবর, বিশাখাপত্তনাম) ও (২) ইংল্যান্ড (১৯ অক্টোবর, ইন্দোর)। পাকিস্তানের সঙ্গে মর্যাদার লড়াই ৫ অক্টোবর। আর তুলনায় সহজ দুটি ম্যাচ (১) আজ, মঙ্গবার শ্রীলঙ্কা (অসম) ও (২) বাংলাদেশ (২৬ অক্টোবর, নবি মুম্বই)।