মহিলাদের এশিয়ান হকিতে দাপট বজায় রাখল ভারত। বিহারে বাজল 'চক দে ইন্ডিয়া'। টানা দুবার মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ( Women’s Asian Champions Trophy 2024)- র ফাইনালে উঠল ভারত (India Women’s Hockey Team)। ভারত দুট্ গোলই হয় চতুর্থ কোয়ার্টারে। ম্যাচের ৪৮ মিনিটে প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন নভনীত। এরপর ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি লালরেমসিয়ামি-র। গ্রুপ লিগে সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল। আর ফাইনালে উঠতে সালিমারা করলেন মোট ২৮টি গোল (৬টি ম্যাচে ৬টি জয়)।
টুর্নামেন্টের ইতিহাসে আট বারের মধ্যে এবার নিয়ে ভারতের মেয়েরা মোট ৫ বার ফাইনালে উঠল। তার মধ্য়ে ভারতীয় মহিলা দল এর আগে দু'বার এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল। বুধবার ফাইনালে ভারতের মেয়েদের সামনে চিন। প্রথম সেমিফাইনালে চিন ৩-১ গোলে হারায় মালয়েশিয়াকে। চলতি টুর্নামেন্টে লিগের খেলায় চিনকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত।
ফাইনালে ভারতীয় মহিলা হকি দল
Full-Time! 🇮🇳🏑
Team India continues their incredible run at the Bihar Women’s Asian Champions Trophy Rajgir 2024, defeating Japan 2-0 to secure a place in the FINAL! 🔥💪
The defending champions are one step away from glory as they aim to retain their crown! Let's bring it… pic.twitter.com/ShXDHc8xEF
— Hockey India (@TheHockeyIndia) November 19, 2024
গতবার রাঁচিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানকে হারিয়ে খেতাব জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।